ভারতে সনাতনী ঐক্য মঞ্চের বিক্ষোভে জকিগঞ্জ শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ

  • আপডেট টাইম : December 02 2024, 15:19
  • 15 বার পঠিত
ভারতে সনাতনী ঐক্য মঞ্চের বিক্ষোভে জকিগঞ্জ শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
ভারতের করিমগঞ্জে সনাতনী ঐক্য মঞ্চ নামের সংগঠনের বিক্ষোভকারীরা আমদানি-রফতানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয় বলে জানা গেছে।
সোমবার (২ ডিসেম্বর/১৭ অগ্রহায়ণ) দুপুরের দিকে ভারতের করিমগঞ্জের শ্রীভূমি শুল্ক স্টেশন এলাকায় ‘চলো বাংলাদেশ’ কর্মসূচির নামে বিক্ষোভ শুরু করে ভারতের সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। এরপর তারা জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেয়।
এর আগে সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের করিমগঞ্জ থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়।
আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশী আমদানি রফতানিকারকদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশী ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলে আমদানিকারকরা জানিয়েছেন।
আমদানি-রফতানি বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, এ ব্যাপারে ভারতীয় শুল্ক স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়; কিন্তু সেখানকার কেউ কল রিসিভ করেননি।
এদিকে ভারতের একটি সূত্রে জানা গেছে, সকালের দিকে বাংলাদেশের সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে রফতানি হওয়া পটেটো ও কেকসহ কিছু পণ্য সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা করিমগঞ্জে পুড়িয়ে ফেলেছে। এমনকি বাংলাদেশী পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে তারা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের উত্তর আসামের এমএলএ কমলাখ্যা দে পুরকায়স্থ করিমগঞ্জের জেলা প্রশাসককে একটি পত্রও দিয়েছেন। তাতে তিনি বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুতারকান্দি সীমান্ত ও শ্রীভূমি স্টিমারঘাট হয়ে নদীপথে বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রাখার অনুরোধ জানান।

এই ক্যাটাগরীর আরো খবর