আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভা

No Image Available
  • আপডেট টাইম : December 02 2024, 09:59
  • 110 বার পঠিত
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভা

সিলেটের অন্যতম নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক জহুরা বেগম, শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক তামান্না রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মহররম আলী, প্রভাষক মো রেজাউল হক, জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক করিম শেখ ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের আগে ও পরে সব আন্দোলন শিক্ষার্থীরাই সফল করেছে।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
পরে শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, জ্যেষ্ঠ শিক্ষক আবুল কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলা বিভাগের প্রভাষক শর্মিলা দাস।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর