কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : December 01 2024, 09:58
  • 30 বার পঠিত
কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

কেন্দুয়া (নেত্রকোণা) থেকে সংবাদদাতা : পয়লা ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের নিয়মিত মরমী কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে সকালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জুড়াইল গ্রামে মরহুমের কবর প্রাঙ্গণে সূরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া তার বাড়িতে কোরআন তিলাওয়াত ও বাদ আছর মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আব্দুল জব্বার ১৯৫৪ সালের ১ জানুয়ারি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রেখেছেন।
আব্দুল জব্বার কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অর্থ কমান্ডার, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের তিনবার সহসভাপতি ও কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

এই ক্যাটাগরীর আরো খবর