সিকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের একযুগ পূর্তি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : November 15 2024, 16:33
  • 8 বার পঠিত
সিকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের একযুগ পূর্তি অনুষ্ঠিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবির স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের একযুগ পূর্তি ও সামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা ‘২৪ অনুষ্ঠিত হয়েছে।
’একের রক্ত অন্যের জীবন-রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৫ নভেম্বর/৩০ কার্তিক) যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বোরহানউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও এস এম ফোরকানের সঞ্চালনায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিকৃবি উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মো এমদাদুল হক এবং প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁধনের উপদেষ্টা বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ মেহেদী হাসান খান।
অনুষ্ঠানে ২২ জন রক্তদাতাকে ‘সামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা’ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর