নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারিফৌদ গ্রামের কুতুবজান বিবি মারা গেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর/২৯ কার্তিক) সকাল ১০টার দিকে উপজেলার চাউরা গ্রামে তিনি ৮৫ বছর বয়সে বার্ধ্যক্যজনিত কারণে তার ছোট ভাই অলিউর রহমানের বাড়িতে মারা যান।
সিলেট জেলা পুলিশ জানিয়েছে, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতুবজান বিবিকে কানাইঘাটের আলোচিত শিশুকন্যা মুনতাহা আক্তার জেরিন হত্যামামলার ১ নম্বর আসামি উল্লেখ করে গুজব ছড়ানো হচ্ছে।
আরো জানানো হয়, কুতুবজান বিবি এই মামলার আসামি নন। তিনি মুনতাহা আক্তার জেরিন হত্যামামলার গ্রেফতারকৃত আসামি আলিফজান বিবির মা। গ্রেফতরকৃত আসামিরা আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে রয়েছে।