অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে চুনারুঘাটে মা ও ছেলে সহ ৩ জন আটক

  • আপডেট টাইম : November 14 2024, 11:08
  • 19 বার পঠিত
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে চুনারুঘাটে মা ও ছেলে সহ ৩ জন আটক

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে হবিগঞ্জের চুনারুঘাটে মহিলা সহ ৩ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি আটক করেছে।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় তাদেরকে উপজেলার বাল্লা সীমান্তের কলাবাগান নামক স্থান থেকে তাদের আটক করে ৫৫ বিজিবির অধীনস্থ বাল্লা বিওপি ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সাপান্ত গ্রামের লাল চাঁনদাসের স্ত্রী কনকলতা রাণী (৬০), তার ছেলে শৈলেন দাস (৪৭) ও নাতি অয়ন দাস (১৯)। তবে এসময় মানবপাচারকারী একই উপজেলার টেকেরঘাট গ্রামের আব্দুল গফুরের ছেলে জামাল মিয়া (২৫) পালিয়ে যায়।
পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান, পিএসসি জানান, কিছু মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে উল্লেখিতদের আটক করে।

এই ক্যাটাগরীর আরো খবর