সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী ঢাকা থেকে গ্রেফতার

  • আপডেট টাইম : November 12 2024, 06:52
  • 16 বার পঠিত
সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী ঢাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও র‌্যাব-১, সিপিসি-২, ঢাকার যৌথ অভিযানে মঙ্গলবার (১২ নভেম্বর/২৭ কার্তিক) রাত সোয়া ১২টার দিকে ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিলেট কোতয়ালি মডেল থানায় নাশকতা ও সহিংসতার মামলা রয়েছে। র‌্যাব-৯ জানায়, তিনি পলাতক ছিলেন।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ইয়াহইয়া চৌধুরীকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর