হবিগঞ্জে ডাকাত দলের নেতা শিপন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : November 11 2024, 12:56
  • 19 বার পঠিত
হবিগঞ্জে ডাকাত দলের নেতা শিপন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জ সদর উপজেলায় ডাকাত দলের নেতা শিপন মিয়াকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার ১০ নভেম্বর/২৫ কার্তিক দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম ভাদৈ এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় হবিগঞ্জের জেলার চুনারুঘাট থানার একটি মামলায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শিপন মিয়া (৩৬) এ ক ই, জেলার বানিয়াচং উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে বলে র‌্যাব জানিয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর