কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-৩ আসনের উপনির্বাচনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছেন। তাই আগামী ৪ সেপ্টেম্বর ‘নৌকা’ মার্কায় তাকে বিপুল ভোটে নির্বাচিত করে দেশব্যাপী প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
রবিবার বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরে এম এ খান অডিটোরিয়মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে উপজেলা কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিবিদ সমীর চন্দ বলেন, প্রধানমন্ত্রী তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হলে উন্নয়নধারা অব্যাহত থাকবে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব। প্রধান আলোচক ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট অঞ্চল সাংগঠনিক উপকমিটির সদস্য সচিব কৃষিবিদ ড মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। সংগঠনের উপজেলা যুগ্ম আহবায়ক জিলু মিয়া ও নীলমনি ধরের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদিন ও নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নারী সাংসদ অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিবুজ্জামান, অর্থ সম্পাদক নাজির মিয়া, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সাধাণ সম্পাদক, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আনহার মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম। এছাড়াও জেলা-উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।-সংবাদ বিজ্ঞপ্তি