সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন, কথার ফুলজুরি নয়-কাজের মাধ্যমে তিনি জনগণের মাঝে বেঁচে থাকতে চান। দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে জনগণই ছিলেন তার মুল পুঁজি। তাদের ভালোবাসা ও সহযোগিতা তাকে প্রেরণা যুগিয়েছে।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগর গ্রামে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যোগ্যতার মাপকাঠিতে তাকে একজন খাদেম হিসেবে নির্বাচিত করলে তিনি অতীতের মতো সিলেট-৩ আসনের প্রতিটি জনপদের বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দিয়ে এই নির্বাচনী এলাকাকে আধুনিক ও মডেল আসনে পরিণত করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বৃহত্তর স্বার্থে আগামী ৪ তারিখের নির্বাচনে ‘বাসগাড়ি’ মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
বিশিষ্ট মুরব্বি মো আব্দুল মুতলিবের সভাপতিত্বে সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অং গ্রহণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি