‘স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান’ : আজ মহান বিজয় দিবস

  • আপডেট টাইম : December 15 2021, 17:34
  • 354 বার পঠিত
‘স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান’ : আজ মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক : ‘স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান/ স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো/ মহান পুরুষ, সৃ্ষ্টিসুখের উল্লাসে কাঁপা…’। এই স্বাধীনতা বাংলাদেশের, বাঙালির। সাগর সমান রক্তে কেনা, কারও দানে পাওয়া নয়। তাইতো বুক ফুলিয়ে বলতে পারি, ‘দাম দিয়ে কিনেছি বাংলা, কারও দানে পাওয়া নয়’।
এই স্বাধীনতার জন্যে ‘সকিনা বিবিরি কপাল ভাঙলো/ সিঁথির সিঁদুর মুছে গেলো হরিদাসীর/ শহরের বুকে জলাপাই রঙের ট্যাঙ্ক এলো/ দানবের মতো চিৎকার করতে করতে’। তবু ‘এ পৃথিবী অবাক তাকিয়ে রয়/ জ্বলে পুড়ে মরে ছারখার/ তবু মাথা নোয়াবার নয়’। কারণ ‘শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে’ হাজার বছরের আরাধ্য পুরুষ এসে বজ্রকণ্ঠে অভয় দিয়েছেন, ‘আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবেনা’। হলো তাই। দানবের বিরুদ্ধে মানবের অসম লড়াই। তবু জয় মানবের। মানবতার। ‘জয়বাংলা’র জয় হলোই হলো।
বাঙালির স্বাধীনতার বয়স এখন পঞ্চাশ। সুবর্ণজয়ন্তি। তাই উৎসবমুখর বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলি ও সুরমা সহ হাজার নদীতে আনন্দের ফল্গুধারা। এই অর্ধশতাব্দি বয়সকালেও অসাধ্য সাধন করেছে এই দেশ, এই মাটি। লক্ষ্য এখন ২০৪১ সাল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এই লক্ষ্য অর্জনেই জাতি আজ বৃহস্পতিবার মহান বিজয় দিবসে বিকেলে সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে শপথ নেবে। এর মধ্য দিয়ে গৌরবের ইতিহাসে সংযোজিত হবে আরেকটি উজ্জ্বল অধ্যায়। জাতি সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুণছে।
সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সর্বস্তরের মানুষ শপথবাক্য পাঠে যোগ দেবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর