এ মাসেই মালেশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হতে পারে : জানালেন ইমরান আহমদ

  • আপডেট টাইম : December 10 2021, 18:55
  • 364 বার পঠিত
এ মাসেই মালেশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হতে পারে : জানালেন ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বাংলাদেশ থেকে শ্রমিক নিতে সম্মত হওয়ায় এ মাসেই মালেশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হতে পারে। দু’দেশের মধ্যে দু-একদিনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে।
শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ সম্ভাবনার কথা জানান।
মন্ত্রী বলেন, মালেশিয়া এবার প্রত্যেক সেক্টরে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। তাই প্রথমবারের মতো যাবে নারী গৃহকর্মী। এ ব্যাপারে আরও আলাপ-আলোচনা হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মালেশিয়া সরকার বিভিন্ন দেশ থেকে এবার ৬ থেকে ৭ লাখ শ্রমিক নেবে। বাংলাদেশ চেষ্টা করছে বেশি শ্রমিক পাঠাতে। এক্ষেত্রে একটি বিশেষ সুবিধা হলো, মালেশিয়া প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা সে দেশের সরকারকে কর্মদক্ষতা দিয়ে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছেন।
মন্ত্রী আরও জানান, ২০১৮ সালে মালেশিয়ার শ্রমবাজার বন্ধ হয়; কিন্তু বাংলাদেশ লেগে রয়েছিল। এর ফলশ্রুতিতেই শুক্রবার শ্রমিক নেওয়ার ব্যাপারে সম্মতি মিললো।
মালেশিয়া বৃক্ষরোপণ, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, নির্মাণ ও গৃহকর্মী হিসেবে শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে।

 

এই ক্যাটাগরীর আরো খবর