সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

  • আপডেট টাইম : December 06 2021, 13:00
  • 433 বার পঠিত
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো পাকিস্তানি হানাদার মুক্ত দিবস

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস ৬ ডিসেম্বর। বর্ণাঢ্য আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদমিনারে যায়। সেখানে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার মো মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো আবু সুফিয়ান, পৌরসভার মেয়র নাদের বখত ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন।
পরে শোভাযাত্রাটি শহরের হাছনরাজা অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ে তুলে রক্তেকেনা স্বাধীনতাকে সার্থক করতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর