সিলেটে এডিস মশার লার্ভার সন্ধান লাভ : মামলা ও জরিমানা

  • আপডেট টাইম : August 26 2021, 18:19
  • 218 বার পঠিত
সিলেটে এডিস মশার লার্ভার সন্ধান লাভ : মামলা ও জরিমানা

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ক্বিনব্রিজ সংলগ্ন এলাকায় খোলা জায়গায় রাখা স্যানেটারি পণ্যের পসরায় এডিস মশার লার্ভার সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই লার্ভার সন্ধান পান। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলামসহ সংশ্রিষ্ট কর্মকর্তা ও মহানগর পুলিশের এক দল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
এই লার্ভার কারণে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মামলা ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে।
এছাড়া খোলা স্থান থেকে এক সপ্তাহের মধ্যে এডিস মশার উৎসস্থল ধ্বংসে সকল স্যানেটারি পণ্য সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম জানান, নগরজুড়ে এডিস মশার উৎস চিহ্নিত ও ধ্বংসে অভিযান চলমান থাকবে।
বাসা-বাড়ির ভেতরে যাতে এডিস মশার উৎসস্থল গড়ে না উঠে তিনি সেদিকে সবাইকে খেয়াল রাখার অনুরোধ জানান।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও করোনা মহামারিতে বিপর্যস্ত জনজীবনে ডেঙ্গু যাতে হানা দিতে না পারে সেজন্যে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা চেয়েছেন।
একই ভ্রাম্যমাণ আদালত মহানগরীর মেন্দিভাগ এলাকার ঈশিতা রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির জন্য ভোক্তা অধিকার আইনে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করে।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর