বালাগঞ্জ ও রাজনগরে কুশিয়ারা সেতুন স্থান পরিদর্শন করেছেন সাংসদ হাবিব ও নেছার

  • আপডেট টাইম : December 04 2021, 17:00
  • 336 বার পঠিত
বালাগঞ্জ ও রাজনগরে কুশিয়ারা সেতুন স্থান পরিদর্শন করেছেন সাংসদ হাবিব ও নেছার

সিলেট ও মৌলভীবাজারের দুই সাংসদ বালাগঞ্জ ও রাজনগর উপজেলার মধ্যে সংযোগ স্থাপন ও সরাসরি সড়ক যোগাযোগ সুবিধার জন্যে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণের স্থান পরিদর্শন করলেন।
সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ শনিবার সকালে বালাগঞ্জ ও রাজনগর অংশে নদীর দুই পারে সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন।
এর আগে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সেতু নির্মাণের নকশা প্রদর্শন হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনহার মিয়া, পূর্ব পৌলনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও জুনেদ মিয়া।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর