সিলেট সদর দক্ষিণ নাগরিক কমিটি, জেলা প্রশাসকের সুপারিশ অনুযায়ী সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে অনুমোদিত সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধিসংক্রান্ত সিদ্ধান্ত যৌক্তিক কারণে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।
মঙ্গলবার রাতে সংগঠনের স্টিয়ারিং কমিটির বিশেষ বর্ধিত সভায় গৃহীত এক সিদ্ধান্তে এ দাবি জানানো হয়।
এছাড়াও সভায় দক্ষিণ সুরমা উপজেলার প্রতিটি ইউনিয়নের ঘরে ঘরে অবিলম্বে গ্যাসসংযোগ প্রদান, মোল্লারগাঁও ইউনিয়নের প্রান্তে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ অবিলম্বে শুরু, জলাবদ্ধতা দূরীকরণে সদর দক্ষিণ এলাকার প্রতিটি নদ-নদী-খাল-নালা সংস্কার ও পুনঃখননসহ জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ, বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারসহ জনদূর্ভোগ লাঘবে নির্মীয়মান কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনালের নির্মাণকাজ দ্রুতগতিতে সম্পন্ন করার দাবি জানানো হয়।
সভায় সদর দক্ষিণ নাগরিক কমিটির উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী ওমর আলীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করা হয়।
সংগঠনের সভাপতি শেখ মো মকন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, অন্যতম সহসভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সহসাধারণ সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক তালুকদার, মো ফরিদুর রহমান ও শাহ মো আহমদুর রব, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান ও শেখ মো লায়েক মিয়া, ত্রাণ সম্পাদক মো নজরুল ইসলাম, শিল্প সম্পাদক নূরুল ইসলাম সুমন, সহকৃষি সম্পাদক খলিলুর রহমান, নির্বাহী সদস্য আলী আহমদ, সেলিম আহমদ শেমিম প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি