র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা প্রকাশ না করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
শনিবার বিকেল ৩টা থেকে প্রায় দেড়ঘণ্টা র্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের একটি যৌথ আভিযানিক দল সিনিয়র এএসপি লুৎফুর রহমান ও আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে দক্ষিণসুরমা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় আপন রেস্তোরাকে ৪০ হাজার টাকা, জসীম উদ্দিন রেস্তোরাকে ১৫ হাজার টাকা ও জেস ফাস্ট ফুডকে ৫ হাজার মিলিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি