নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী। সিলেটে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হবে।
‘ক’ শ্রেণিভুক্ত শেখ রাসেলের জন্মদিন এবারই প্রথম ব্যাপক আয়োজনে উদযাপন করা হচ্ছে।
সিলেটে দিনটি উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯টায় কবি নজরুল অডিটোরিয়ামে সেমিনার এবং দুপুর ১২টায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। উপজেলা পর্যায়েও নানা কর্মসূচি পালিত হবে।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদ জোহর হযরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হবে। এতে উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান অনুরোধ জানিয়েছেন।
উপজেলাগুলোতেও একই রকম কর্মসূচি পালন করতে দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।