সুনামগঞ্জ প্রতিনিধি : কুমিল্লার নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে মহাগ্রন্থ আল কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা মাওলানা নূরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা মাওলানা আতাউর রহমান লস্কর, উপদেষ্টা মাওলানা আব্দুল বছির, মাওলানা আবু সাইয়িদ, সাংগঠনিক সম্পাদক মুফতি জিয়াউল হক, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রকিব আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন ও মাওলানা রুকন উদ্দিন।