বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের অসুস্থ সব নেতাকর্মীর রোগমুক্তি কামনায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী জানান, দলীয় চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি দোয়া মাহফিল সফল করায় দলের মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী ওয়ার্ডবাসী, নেতাকর্মী ও সংশ্লিষ্ট অন্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি