নবীগঞ্জ থেকে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম : October 15 2021, 12:35
  • 239 বার পঠিত
নবীগঞ্জ থেকে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গণধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত প্রায় ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিএসসির (ইসলামপুর ক্যাম্প, সিলেট) একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মো সামিউল আলমের নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারে মো দিদারুল ইসলামের বাসার ভিতর অভিযান পরিচালনা করে।
এ অভিযানে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পলাতক প্রধান আসামি মো আলী হোসেনকে (বয়স ২৮, পিতা মো সোনাফর আলী, কেশবপুর মাঝপাড়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর