অচল পেরুয়া উপ স্বাস্থ্যকেন্দ্র সচল করার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ

  • আপডেট টাইম : October 15 2021, 11:41
  • 216 বার পঠিত
অচল পেরুয়া উপ স্বাস্থ্যকেন্দ্র সচল করার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া উপ স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার, নার্স ও দারোয়ান নিয়োগ এবং ঔষধ সরবরাহের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার সকালে পেরুয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে পেরুয়া উপ স্বাস্থ্যকেন্দ্রের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
পেরুয়া গ্রামের মুরুব্বি শুধন দাসের সভাপতিত্বে ও মোস্তাহার মিয়া মোস্তাকের সঞ্চালনায় মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিতোষ রায়, পেরুয়া উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ ইয়াছিন, আব্দুল মাজিদ, কাইমা মধুপুর উন্নয়ন ফোরামের সভাপতি মো নেজাবুল ইসলাম, তথ্যসেবা সহকারী ফারহাতুল রায়হান বীথি, দিরাই ডিএসএস শাহজাহান সিরাজ, লিটন দাস, জুনায়েদ, মোশারফ মিয়া, হাসনাবাদ মসজিদের ইমাম আফজল হোসাইন ও মোহাম্মদ হারিছ মিয়া।
বক্তারা অভিযোগ করেন, বিট্রিশ আমলে প্রতিষ্ঠিত ৮ শয্যার এই উপ স্বাস্থ্যকেন্দ্রে ২০১২ সালে নতুন ভবণ নির্মাণ করা হয়। কথা ছিল এখানে ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া হবে; কিন্তু এখন পর্যন্ত হয়নি। একজন দারোয়ান পর্যন্ত নেই। একেবারে অচল হয়ে পড়ে আছে।
তারা ভাটির জনপদের প্রায় ৮০ হাজার মানুষের স্বার্থে অবিলম্বে অচল এই উপ স্বাস্থ্যকেন্দ্রটি সচল করার দাবি জানান।
এ দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিও পালন করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর