ফটোজার্নালিস্ট এসোসিয়েশনকে কম্পিউটার দিলেন ড এনাম

  • আপডেট টাইম : August 24 2021, 18:10
  • 215 বার পঠিত
ফটোজার্নালিস্ট এসোসিয়েশনকে কম্পিউটার দিলেন ড এনাম

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী একটি কম্পিউটার উপহার দিলেন।
মঙ্গলবার ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তিনি কম্পিউটার তুলে দেন।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কম্পিউটার উপহার দেওয়ায় ড এনামুল হক চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা শাকিলুর রহমান, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, জ্যেষ্ঠ সহসভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, ক্রীড়া সম্পাদক মো আবু বকর, সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, নূরুল ইসলাম, এইচ এম শহিদুল ইসলাম, রেজা রুবেল, এ টি এম তুরাব ও সহযোগী সদস্য আজমল হোসেন।-সংবাদ বিজ্ঞপি

এই ক্যাটাগরীর আরো খবর