সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজায় কথিত কোরআন শরীফ অবমাননার ইস্যুকে কেন্দ্র করে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে সংঘর্ষ এবং ইউনিয়ন পরিষদ ভবন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নিবাহী কর্মকর্তা ও সার্কেল এএসপির গাড়ি ভাঙচুরের ঘটনাস্থল বৃহস্পতিবার পরিদর্শন করেছেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে পরিদর্শনদলে আরও ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, শ্রম বিষয়ক সম্পাদক মো সাইফুর রহমান খোকন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাকিম আলী হায়দার, ইকবাল আহমদ চৌধুরী একল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো শামীম আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো রায়হানসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিনিধি দল স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তারা জনগণের জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।-সংবাদ বিজ্ঞপ্তি