সিলেট সরকারি শিশু পরিবারে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু বৃহস্পতিবার

  • আপডেট টাইম : October 12 2021, 16:24
  • 193 বার পঠিত
সিলেট সরকারি শিশু পরিবারে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহায়তায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সিলেট সরকারি শিশু পরিবারে বৃহস্পতিবার থেকে ১০ দিনব্যাপী বিশেষ স্কিল ক্যাম্প শুরু হচ্ছে।
মহানগরীর বাগবাড়িতে সরকারি শিশু পরিবার ক্রীড়া দলের মাঠে ক্যাম্পটির উদ্বোধন করবেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ মহিলা দলের কোচ এ কে এম মাহমুদ ইমন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক ও এসএনপি স্পোর্টসের মহাব্যবস্থাপক রঙ্গলাল তালুকদার।
এই ক্যাম্পে অংশ নিচ্ছেন, শিশু পরিবারের ৩৫ জন ক্রিকেটার। প্রথম দিন প্রশিক্ষণ দেবেন, বাংলাদেশ মহিলা দল ও বিসিবির বিভাগীয় কোচ এ কে এম মাহমুদ ইমন। এরপর পর্যায় রমে বিসিবির সিলেট জেলা কোচ ও গ্রিন সিলেট ক্রিকেট একাডেমির হেড কোচ মো রানা মিয়া, বিসিবির মৌলভীবাজার জেলা কোচ ও মৌলভীবাজার ক্রিকেট একাডেমির পরিচালক রাসেল আহমদ, সুনামগঞ্জের কোচ চৌধুরী আহমদ মোস্তবা রাজি, সাদিকুর রহমান চৌধুরী, গ্রিন সিলেট ক্রিকেট একাডেমির কোচ শুকুর মিয়া ও সিলেট টাইগার্সের কোচ তানজীল শাহরিয়ার প্রশিক্ষণ দেবেন।-সংবাদ বিজ্ঞপ্তি

 

এই ক্যাটাগরীর আরো খবর