যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিত্যাগের আহ্বান সাংসদ জাহিরের

  • আপডেট টাইম : October 12 2021, 14:19
  • 214 বার পঠিত
যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস পরিত্যাগের আহ্বান সাংসদ জাহিরের

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির হবিগঞ্জ পৌরবাসীকে যত্রতত্র ময়লা-আবর্জন ফেলার অভ্যাস পরিত্যাগের আহ্বান জানিয়েছেন।
সোমবার বিকেলে হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ডাস্টবিন বা নির্ধারিত জায়গায় নির্দিষ্ট সময়ের মধ্যে ময়লা-আবর্জনা ফেললে দ্রুত অপসারণ করে শহরকে পরিচ্ছন্ন রাখা সহজ হয়।
অ্যাডভোকেট মো আবু জাহির পরিচ্ছন্নতার স্বার্থে এখন থেকে ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলতে পৌরবাসীকে পরামর্শ দেন।
পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর সালাউদ্দিন টিটু, টিপু আহমেদ, সফিকুর রহমান সিতু ও পৌরসভার সচিব মো ফয়েজ আহমেদ।
হবিগঞ্জ জেলা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য পৌরসভার উদ্যোগে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন-এসটিএস ও জিআই রোড সাইড ডাস্টবিন স্থাপন করা হয়েছে।
এখন পৌর এলাকার বিভিন্ন স্থানে ছোটবড় ১০টি ডাস্টবিন স্থাপন করা হলো।

এই ক্যাটাগরীর আরো খবর