সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সদস্য সচিবের সুপারিশক্রমে এবং সাংগঠনের গঠনতন্ত্রের ক্ষমতা বলে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক এইচ এম শাহরিয়ার আসিফ ও সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী মরতুজা আহমদ চৌধুরীকে আহবায়ক ও শাহান উদ্দিন নাজুকে সদস্য সচিব করে সংগঠনের সিলেট জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।
রবিবার এক পত্রের মাধ্যমে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতৃত্বের উপস্থিতিতে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করার জন্য আহবায়ক ও সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার কমিটি গত ২৯ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি