কবি দিলওয়ার চত্বর ও কবি দিলওয়ারের আবক্ষ ভাস্কর্য স্থাপনের দাবি মৃত্যুদিবসে

No Image Available
  • আপডেট টাইম : October 10 2021, 17:41
  • 233 বার পঠিত
কবি দিলওয়ার চত্বর ও কবি দিলওয়ারের আবক্ষ ভাস্কর্য স্থাপনের দাবি মৃত্যুদিবসে

একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, কবি দিলওয়ার আজীবন গণমানুষের জয়গান গেয়ে গেছেন। তিনি তার লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সংকট মুহুর্তে অসামান্য অবদান রেখে গেছেন।
তারা কিনব্রিজের দক্ষিণ মোড়কে ‘কবি দিলওয়ার চত্বর’ ঘোষণা করে এখানে কবির লেখা ‘ক্বীন ব্রিজে সূর্যোদয়’ কবিতা খচিত কবি দিলওয়ারের আবক্ষ ভাস্কর্য স্থাপনের দাবি জানান।
রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে মাসিক বাসিয়া কার্যালয়ে এ আলোচনা সভা ও নিবেদিত লেখা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক সাহিত্য পত্রিকা মাসিক প্রতিভাত সম্পাদক এম আলী হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পাটলি ইউনিয়ন উইমেন্স কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যাপক কবি জান্নাত আরা খান পান্না, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যাপক কবি এইচ আই হামিদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইমাদ উদ্দিন নাসিরী, গীতিকবি হরিপদ চন্দ, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি মোহাম্মদ নূরুল ইসলাম, কবি শামীমা আক্তার ঝিনু, কবি রওশন আরা বাঁশি ও কবি লিপি খান।-সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর