জগন্নাথপুর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার-জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সতিশ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব ও আনন্দময়ী পূজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর।
সভায় জগন্নাথপুর উপজেলার ৪০টি পূজামণ্ডপের দায়িত্বশীলরা মুক্ত আলোচনা করেন।
ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্গোৎসব চলাকালে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষায় পূজামণ্ডপসহ বিভিন্ন পয়েন্টে পুলিশবাহিনী টহলে থাকবে।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাদকদ্রব্য সেবন থেকে বিরত থাকার আহবান জানান।