শাল্লায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান

No Image Available
  • আপডেট টাইম : July 30 2025, 14:19
  • 36 বার পঠিত
শাল্লায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান

শাল্লা প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম-এসইডিপির উদ্যোগে এবং সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিস ও শাল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৩০ জুলাই/১৫ শ্রাবণ) উপজেলা গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো জাহাঙ্গীর আলম (অ দা)। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কালিপদ দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কোর্ডিনেটর মো সারোয়ার জাহান খান ও শাল্লা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউধেরশ্রী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার কামরুল ইসলাম ও দামপুর আটপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মতিউর রহমান।
বক্তাগণ সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে ১৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, এর আগে তাদের নিজস্ব একাউন্টে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর