দক্ষিণ সুরমার প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর পরলোকগমন

No Image Available
  • আপডেট টাইম : July 30 2025, 16:21
  • 7 বার পঠিত
দক্ষিণ সুরমার প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর পরলোকগমন

সিলেটের দক্ষিণ সুরমার প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী (৭৮) পরলোকগমন করেছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে বুধবার (৩০ জুলাই/১৫ শ্রাবণ) সকাল পৌণে ৯টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, পুত্রবধূ ও নাতি-নাতনি রেখে গেছেন।
প্রয়াতের বড় ছেলে বিনায়ক চক্রবর্তী পূবালী ব্যাংকের দরগাগেট শাখায় ও ছোট ছেলে বিরাজ কান্তি চক্রবর্তী একই ব্যাংকের কালিঘাট শাখায় কর্মরত।
দক্ষিণ সুরমার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী এলাকায় ‘শ্যামল স্যার’ নামে পরিচিত ছিলেন। দীর্ঘ ৪৪ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে ২০১২ সালে অবসর গ্রহণ করেন।
প্রয়াতের শেষকৃত্য দক্ষিণ সুরমার সিলাম নিজ গ্রামে সম্পন্ন হয়।

এই ক্যাটাগরীর আরো খবর