গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি : শিক্ষা উপদেষ্টা

No Image Available
  • আপডেট টাইম : July 30 2025, 15:51
  • 6 বার পঠিত
গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি : শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড চৌধুরী রফিকুল আবরার বলেছেন, ‘জুলাই ২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা জাতি হিসেবে পুনর্জন্ম লাভ করেছি’
বুধবার (৩০ জুলাই/১৫ শ্রাবণ) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়- সিকৃবির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সিকৃবির কেন্দ্রীয় মিলনায়তনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী ও সিকৃবির ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড মো নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ ও রেজিস্ট্রার (অ দা) প্রফেসর ড মো আসাদ-উদ-দৌলা।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘গত ১৭ বছর আমরা আমাদের নাগরিকত্ব সঁপে দিয়েছিলাম একটি ফ্যাসিবাদী সরকারের কাছে। যারা পার্শ্ববর্তী দেশের সাথে দাসত্বের চুক্তি করেছিল। আমরা কখনো ভাবিনি এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে। গুম, খুন, আয়নাঘর ও বিচারহীনতার মধ্য দিয়ে চলছিল এই বাংলাদেশ। এর থেকে পরিত্রাণ তোমরাই দিয়েছো। ছাত্র-জনতার এই অর্জনকে ম্লান হতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট রেজিম যে দাসত্বের সংস্কৃতি চালু করেছিল আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মাঝে বিভাজন তৈরি না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী বলেন, বিগত ২০২৪ এর জুলাইয়ে দেশ মাতৃকার গণতন্ত্র ও মুক্ত সমাজ সৃষ্টিতে শিক্ষার্থীরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, রাইফেলের গুলিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের বয়স ৫৪ বছর হলেও আক্ষরিক অর্থে দেশ এগিয়ে যায়নি। দেশকে এগিয়ে নিতে আজকের শিক্ষার্থীদের জুলাই ২৪ এর ন্যায় ভূমিকা রাখতে হবে।’
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম বলেন, সিকৃবি শিক্ষা, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমে অগ্রগতি সাধন করছে।

এই ক্যাটাগরীর আরো খবর