লন্ডনে সার্কেল পঞ্চায়েত ব্যবস্থা ও সরপঞ্চ বিষয়ক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

No Image Available
  • আপডেট টাইম : July 29 2025, 16:24
  • 7 বার পঠিত
লন্ডনে সার্কেল পঞ্চায়েত ব্যবস্থা ও সরপঞ্চ বিষয়ক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

ব্রিটিশ শাসনামলে বৃহত্তর শ্রীহট্ট/সিলেট জেলার (বর্তমান সিলেট বিভাগ) স্থানীয় সরকারের সার্কেল পঞ্চায়েত ব্যবস্থা ও সরপঞ্চ পদ্ধতি এবং নবীগঞ্জ থানার ৩৯ নম্বর সার্কেল পঞ্চায়েতের সহোদর সরপঞ্চ, ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক ও এককালের সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ‘শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস স্মারকগ্রন্থ কালের অভিজ্ঞান’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) লন্ডন সময় সন্ধ্যায় পূর্বলন্ডনের ভ্যালেন্সরোডের ‘বাংলার স্বাদ’ রেস্টুরেন্টে গ্রন্থের সম্পাদনা পর্ষদের সদস্য লেখক-গবেষক শাহ আতিকুল হক কামলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালমনাই এ্যাসোসিয়েশনের সভাপতি লেখক-গবেষক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। মূল আলোচক ছিলেন গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা ফারুক আহমদ, লেখক ও ইতিহাস বিষয়ক গবেষক ডা গিয়াস উদ্দিন আহমদ ও বাংলাদেশ থেকে আগত কবি হাসিবা মুন।
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড আনসার আহমেদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী। গ্রন্থ থেকে ‘সরপঞ্চ’ অধ্যায় পাঠ করেন বাচিকশিল্পী, সংবাদ পাঠিকা মুনিরা পারভিন, ‘ঢাকা বিভাগের বেঙ্গল প্রেসিডেন্সির শ্রীহট্টের রাজস্ব জিলা ও পরগণা’ অধ্যায় থেকে পাঠ করেন কবি ও সংস্কৃতি কর্মী স্মৃতি আজাদ, ‘সম্পাদকীয়’ অধ্যায় থেকে পাঠ করেন সম্পাদনা পর্ষদের সদস্য সাংবাদিক ও কবি মোহাম্মদ গোলাম কিবরিয়া।
গ্রন্থের উপর অন্যদের মধ্যে আলোচনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আকিকুর রহমান, রাজনীতিবিদ শাহ জাহান আহমদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি টিভি উপস্থাপক মিজানুর রহমান মিরু, ‘স্বদেশ বিদেশ’ সম্পাদক সাংবাদিক বাতিরুল হক সরদার, তরুণ গবেষক দেলওয়ার রহমান চৌধুরী, কবি অ্যাডভোকেট মুজিবুল হক মনি, লন্ডনে রাধারমণ উৎসবের প্রবর্তক সাবেক ফুটবলার জোবায়ের আহমদ হামজা, লন্ডনে দীঘলবাঁক ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এম এ মতিন, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক কবি আজিজুল আম্বিয়া, সাংবাদিক কামরুল আই রাসেল, সাংবাদিক সেজু মিয়া, নারী সংগঠক আনজুমান আরা আঞ্জু, অ্যাডভোকেট সফিক উদ্দিন আহমদ, কবি নোমান আহমদ, হামজা রহমান, মাজিদুর চৌধুরী প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর