রাষ্ট্র রূপান্তরের নতুন রাজনৈতিক দিকনির্দেশনা ৩১ দফা : বালাগঞ্জে কাইয়ুম

No Image Available
  • আপডেট টাইম : July 29 2025, 16:56
  • 6 বার পঠিত
রাষ্ট্র রূপান্তরের নতুন রাজনৈতিক দিকনির্দেশনা ৩১ দফা : বালাগঞ্জে কাইয়ুম

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, রাষ্ট্র রূপান্তরের নতুন রাজনৈতিক দিকনির্দেশনা হচ্ছে বিএনপির ৩১ দফা। এটি কেবল একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয় বরং একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার।
মঙ্গলবার (২৯ জুলাই/১৪ শ্রাবণ) বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, এই ৩১ দফার আলোকে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনই বিএনপির রূপরেখার মূল ভিত্তি।
বর্তমান অনির্বাচিত সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো এখন অকার্যকর, পুলিশ প্রশাসন পক্ষপাতদুষ্ট, বিনিয়োগ স্থবির—সবই একটি নির্বাচিত সরকারের অভাবে হয়েছে।
জেলা বিএনপি সভাপতি বলেন, জনগণ দীর্ঘদিন ধরে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। অথচ একটি মহল নির্বাচন আয়োজনের পথকে সুকৌশলে রুদ্ধ করে রেখেছে। একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক প্রশাসনের জন্য নির্বাচিত সরকার অপরিহার্য।
জুলাই মাসের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাইয়ুম চৌধুরী বলেন, এই আন্দোলন কারও একার নয়। যার যা অবদান, তা তাকে দিতে হবে। রাজনীতি বেঁচে থাকে মানবসেবার চেতনায়। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি করবেন তাদেরকে সবার আগে সৎ ও আদর্শনিষ্ঠ হতে হবে।
বালাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসম্পাদক তাজরুল ইসলাম তাজুল, সহদফতর সম্পাদক মাহবুব আলম, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহপ্রচার সম্পাদক শাহীন আলম জয়, সদস্য আফতাব উদ্দিন ও আশরাফুল আলম বাহার।
উপজেলা বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন সহসভাপতি শাহ জুনাব আলী, আব্দুল বাছিত, যুগ্মসম্পাদক তোফায়েল আহমদ সুহেল, মাওলানা মো মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর