বানিয়াচঙ্গে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

No Image Available
  • আপডেট টাইম : July 28 2025, 17:48
  • 23 বার পঠিত
বানিয়াচঙ্গে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচঙ্গে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৮ জুলাই) উপজেলার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে পারফমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিটিউশন স্কিম-এসইডিপির অর্থায়নে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদা নাজনীনের সভাপতিত্বে ও একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান চকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নূরুল হুদা, জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ সামছুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খেকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সচিন্দ্র কলেজের সহকারী প্রভাষক গৌতম সরকার, রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, ইকরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব মানিক, বানিয়াচং সিনিয়র আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দাল হোসেন খান ও মহারত্নপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট এবং পারফমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিটিউশন স্কিম এসইডিপি ফান্ড থেকে নগদ অর্থ মোবাইল ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর