নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ‘টমটম’ চোর চক্রের ৩ জনকে গ্রেফতার ও চুরি হওয়া একটি ‘টমটম’ উদ্ধার করেছে।
গত ২৫ জুলাই রাত পৌণে ৮টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকার মো রমজান আলীর ছেলে মো জামিল মিয়া (১৭) তার ‘টমটম’ থেকে শায়েস্তাগঞ্জ পৌরসভার বড়চর এলাকায় যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পার্শ্ববর্তী ঝোঁপে যাওয়ার আনুমানিক ১০ মিনিট পরে ফিরে এসে দেখে অটোরিকশাটি নেই।
এ ব্যাপারে মো রমজান আলী বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে জেলার মাধবপুর উপজেলার বাগাসুরা ইউনিয়নের দরগাগেইট এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ৩ জনকে গ্রেফতার ও ‘টমটম’টি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, অন্তর মিয়া (১৯, পিতা ফয়সাল মিয়া, বাগেরসরা, মাধবপুর, হবিগঞ্জ), নিলয় মিয়া (১৯, পিতা বাচ্ছু মিয়া, গাজিপুর, চুনারুঘাট, হবিগঞ্জ) ও মো বিল্লাল মিয়া (১৯, পিতা সবুজ মিয়া, বাগনিপাড়া, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।