১০৮ শ্রীশ্রী শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামে অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে ৩১ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৪টায় মঙ্গলারতি দর্শন, সকাল ৯টায় সমবেত গীতা পারায়ণ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় আয়ুষ্মতি মায়েদের দ্বারা জল আনয়ন, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গুরুদেবের স্নান ও আরতি দর্শন।
১ আগস্ট (শুক্রবার) ভোর ৪টায় মঙ্গলারতি দর্শন, সকাল ৯টায় শ্রীশ্রী গুরুপূজা, সকাল ১১টায় শ্রীমদ্ভাগবত কথামৃত, দুপুর ১টায় ভোগারতি, দুপুর আড়াইটায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৭টায় গুরুদেবের আরতি দর্শন ও রাত ৮টায় অনুকল্প মহাপ্রসাদ বিতরণ।
মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার শ্যামলী দাসী ভান্ডারী ও স্বরূপ দাস মোহন্ত বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি