শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও
সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় উপজেলা গণমিলনায়তনে শনিবার (২৬ জুলাই/১১ শ্রাবণ) এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফরমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা কৃষি অফিসার শুভজিৎ রায়, শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাল্লা থানার এএসআই পুলন দেব ও শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার কামরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলা প্রতিবন্ধী কমিটির নেতৃবৃন্দ।