নিজস্ব প্রতিবেদক : মা চ্যারিটি সংস্থার উদ্যোগে সিলেট মহানগরীর গর্ভবতী প্রায় ২০০ অসহায় মাকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে।
এই চিকিৎসা সেবা প্রদান কার্যক্রেম যুক্ত ছিলেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা ক্ষেত্রে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ-তরুণী ও মেডিক্যাল শিক্ষার্থীরা।
সিলেট মহানগরীর কুমারপাড়ায় ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ২৩ জুলাই দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এই সেবা ও ওষুধ দেওয়া হয়। এ সময় ২৫ সদস্যের চিকিৎসক দল ১৯১ জন গর্ভবতী অসহায় মাকে চিকিৎসা সেবা দেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা জাহিদুল ইসলাম মা চ্যারিটির এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
মা চ্যারিটির চেয়ারম্যান ডা আকিল জায়গীরদার সহ সেবাদানকারী সকলেই এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।