শাল্লায় পুলিশের অভিযানে ৪ জুয়ারি ও পরোয়ানাভুক্ত ১ আসামি গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : July 25 2025, 12:18
  • 250 বার পঠিত
শাল্লায় পুলিশের অভিযানে ৪ জুয়ারি ও পরোয়ানাভুক্ত ১ আসামি গ্রেফতার

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশের অভিযানে চার জুয়ারি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই তারেক নাজির ও এএসআই আক্তারুজ্জামান ফোর্স নিয়ে উপজেলার আটগাঁও ইউনিয়নের সরমা গ্রামে মো জহিরুল ইসলামের বসত বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সরমা গ্রামের আব্দুল মান্নারের ছেলে মো মোসাব্বির মিয়া (৩৫) ও মৃত হরমুজ আলীর ছেলে মো আবুল হাসান (৫০) এবং দিরাই উপজেলার মানিকদা গ্রামের বাবর আলীর ছেলে আফসর উদ্দিন (৪৫) ও শ্যামারচর গ্রামের তাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেন।
এ সময় জুয়ার আসর থেকে নগদ ১৬ হাজার ৪১০ টাকা ও জুয়াখেলার সরঞ্জাম জব্দ করা হয়।
এছাড়াও পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শাল্লা উপজেলার চিকাডুবি গ্রামের মৃত মরম আলীর ছেলে রমজান আলীকে (৪৭) গ্রেফতার করতে সক্ষম হয়।
শাল্লা থানার অফিসার ইনচার্জ মো শফিকুল ইসলাম জানান, মাদক ও জুয়া নির্মূল করতে পাড়া-মহল্লায় পুলিশের বিশেষ অভিযান চলছে।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর