দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ

No Image Available
  • আপডেট টাইম : July 25 2025, 13:23
  • 37 বার পঠিত
দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য বিক্রি ও মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধি রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে উপজেলা পর্যায়ে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন।
একই সঙ্গে তিনি উপজেলাকে মাদকমুক্ত রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে এবং জনগণকে সচেতন হতে আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভায় তিনি সভাপতির বক্তব্য দিচ্ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার থানার ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মারফত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোদেজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস অফিসের পক্ষে ওয়ারহাউজ ইন্সপেক্টর টিটন সিকদার, এভিসিবি-৩-এর উপজেলা সমন্বয়কারী মরিয়ম সুলতানা, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো আব্দুল আজিজ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় বক্তারা সাম্প্রতিক মারাত্মক বিদ্যুৎ বিভ্রাট নিয়ে চরম ক্ষোভ প্রকাশ এবং মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

এই ক্যাটাগরীর আরো খবর