দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক পর্তুগাল প্রবাসী দেলোয়ার হোসেনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনায়ও দোয়া করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দিরাই থানা রোডে উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ, দিরাই উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, পৌর বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, বিএনপির যুগ্মআহবায়ক আমিরুল ইসলাম, ফারুক সরদার, আহবায়ক কমিটির সদস্য কয়ছর ইসলাম, আব্দুল হাফিজ, আকতার চৌধুরী, শামসুল ইসলাম চৌধুরী শাহীন, সোহেল মিয়া, শামসুল আলম সুভাষ, উপজেলা কৃষক দলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরী, সদস্য সচিব রাকিব মিয়া, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক রফিকুল হক চৌধুরী টিপু, পৌর যুবদলের যুগ্মআহবায়ক সোয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মেহেদী হাসান চৌধুরী ও নূর আহমদ তালুকদার প্রমুখ।
দোয়া পরিচালনা করেন দিরাই পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাওলানা রজব আলী।