হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

No Image Available
  • আপডেট টাইম : July 23 2025, 02:12
  • 26 বার পঠিত
হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে’ জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে হবিগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের স্কাই কিং রেস্টুরেন্টে আহুত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, দলের জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।
তিনি জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল ৪টায় হবিগঞ্জে কেন্দ্র ঘোষিত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে থাকবেন সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠক সারজিস আলম ও নাহিদ উদ্দিন তারেক সহ কেন্দ্রীয় নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচি একটি শপথ—গণতন্ত্র, ন্যায় ও পরিবর্তনের পথে সাহসী অঙ্গীকার। তরুণদের শক্তি ও জনগণের ঐক্যই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রধান উপাদান।
পদযাত্রাটি মাধবপুর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে জামে মসজিদের সামনে পথসভার মাধ্যমে শেষ হবে।

এই ক্যাটাগরীর আরো খবর