সুনামগঞ্জে আগামী শুক্রবার এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন

No Image Available
  • আপডেট টাইম : July 23 2025, 15:18
  • 31 বার পঠিত
সুনামগঞ্জে আগামী শুক্রবার এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জে আগামী শুক্রবার (২৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা এনসিপির উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কর্মসূচি তুলে ধরা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির প্রধান জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।
তিনি বলেন, যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে প্রথমবার সুনামগঞ্জে আসবেন। শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তারা মানুষের দ্বারে দ্বারে যেতে চান।
তিনি সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা ও সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে এনসিপির জেলা যুগ্মসমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম জানান, পদযাত্রার ব্যাপারে জেলার ১২টি উপজেলায় প্রচারণা চলছে। আশা করা হচ্ছে, প্রায় ১৫ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সঙ্গে তারা কথা বলেছেন। তাদের স্বেচ্ছাসেবক দলও থাকবে। পদযাত্রা ঘিরে কোনো ধরনের জনভোগান্তি হবে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্মসমন্বয়ক শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস ও আলাউদ্দীন।

এই ক্যাটাগরীর আরো খবর