সিলেটে আরডব্লিউডিওর উদ্যোগে পারায়ন প্রকল্পের সাংবাদিক এলায়েন্স গঠিত

No Image Available
  • আপডেট টাইম : July 23 2025, 11:46
  • 10 বার পঠিত
সিলেটে আরডব্লিউডিওর উদ্যোগে পারায়ন প্রকল্পের সাংবাদিক এলায়েন্স গঠিত

সিলেটে নারী, কিশোর-কিশোরী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে ‘পারায়ন প্রকল্প’র আওতায় সাংবাদিক এলায়েন্স গঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আরডব্লিউডিওর উদ্যোগে এই এলায়েন্স গঠান করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় সিলেট মহানগরীর শিবগঞ্জ মনিপুরীপাড়া এলাকায় আরডব্লিউডিও কার্যালয়ে এক সভায় এই সাংবাদিক এলায়েন্স গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আরডব্লিউডিও সিলেটের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা। সঞ্চালনা করেন পারায়ন প্রকল্পের কাউন্সিলর কাম ট্রেইনার মো জাহিদুল ইসলাম রশিদ। প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন এরিয়া ম্যানেজার মো মহসিন রেজা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সদস্যসচিব এইচ এম শহিদুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব মামুন হোসেন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বীথি, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া চিফ লতিফুর রহমান উজ্জ্বল, দৈনিক কাজিরবাজারের মো আব্দুল হাছিব, দৈনিক একাত্তরের কথার লোকমান আহমদ, দৈনিক যুগভেরীর রেজওয়ান আহমদ, দৈনিক জৈন্তাবার্তার আফজালুর রহমান চৌধুরী, আজকের সিলেটের আহমেদ পাবেল, আরডব্লিউডিওর একাউন্টস ও অ্যাডমিন নাহরিন সুলতানা, ফিল্ড অফিসার বাবুল কুমার সিংহ ও সোনিয়া দারিং এবং সোশ্যাল ওয়ার্কার তামান্না আক্তার তানিয়া।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর