নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজা সহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌণে ১১টার দিকে জেলার নবীনগর উপজেলার আলীয়াবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় এই গাঁজা জব্দ এবং মো রকিব উল্লাহ ওরফে রকিব (২৮, পিতা মো হাফিজ উদ্দিন, মেড্ডা, তিতাসপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া) ও মো আক্কাস মিয়াকে (২৫, পিতা মৃত আব্দুল মাওলা, মেড্ডা তিতাসপাড়া, সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।