দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

No Image Available
  • আপডেট টাইম : July 23 2025, 13:25
  • 30 বার পঠিত
দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিরাই প্রতিনিধি : দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই/৮ শ্রাবণ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষক নূরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর ও থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক অজয় সিংহ রায়, সিনিয়র শিক্ষক জিতু মিয়া ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আবু হেনা, রফিকুল ইসলাম, রুহেল সরদার, লাকী সঞ্চরিনী, তানজিনা সরকার, হাদিয়া আক্তার, দেবজোতি দাস, স্বপ্না রানী দাস ও দিরাই প্রেসক্লাবের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সৈদুর রহমান তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে ঢাকায় বিমান দূর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকেই একদিন ভালো বক্তা, ক্রীড়াবিদ ও শিল্পী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর