কুরআন-হাদিস অনুসরণ করেই পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণের চেষ্টা করতে হবে

No Image Available
  • আপডেট টাইম : July 23 2025, 14:50
  • 12 বার পঠিত
কুরআন-হাদিস অনুসরণ করেই পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণের চেষ্টা করতে হবে

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, ‘আমরা প্রত্যেকে যদি যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে মহানবী হজরত মোহাম্মদকে (স) অনুসরণ করতে পারি তাহলেই পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারবো। মানুষের তৈরি মনগড়া আইন দিয়ে কখনোই পরিচ্ছন্ন সমাজ গঠন করা সম্ভব নয়। কুরআন-হাদিস অনুসরণ করেই পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণের চেষ্টা করতে হবে।’
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে ইতালি প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
অধ্যাপক ড মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘বিগত ১৫ বছরের দুঃশাসন শেষে আমরা নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা যদি এখন মনে করি, আমাদের লড়াই শেষ, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে সেই পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সূতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকেই সমাজ পরিচ্ছন্ন করার কাজ করে যেতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল। লেখক-সাংবাদিক হেলাল নির্ঝর ও আবু জাফর মোহাম্মদ সালেহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কবি কালাম আজাদ।
তিনি বলেন, ‘পরিচ্ছন্ন সমাজ গঠনের মন্ত্র কথা হলো শেয়ার অ্যান্ড কেয়ার। আমাদের সবাইকে সত্যকথা গুলো বলতে হবে-একে অপরকে শেয়ার করতে হবে। আমরা যখন বলতেই থাকবো-তখন একটা সময় পরিবর্তন আসবে।’
বিশেষ অতিথির বক্তব্যে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে কর্নেল (অব) এম আতাউর রহমান পীর বলেন, ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ বইটিতে লেখক মাওলানা শামীম আহমদ কুরআন ও হাদিসের আলোকে সমাজ পরিচ্ছন্নের বিভিন্ন দিক তুলে ধরেছেন।’
শিক্ষাবিদ লে কর্নেল (অব) সৈয়দ আলী আহমদ বলেন, ‘আমাদের সমাজ মিথ্যা কথা শুনে অভ্যস্ত। আমাদের দেশের নেতারা শিক্ষিত মানুষদের সাথে চলেন না। তারা চলেন গুণ্ডা মাস্তানদের সাথে। যেদিন থেকে শিক্ষকরা টিউশনিতে যুক্ত হয়েছেন সেদিন থেকে তাদের মান-মর্যাদা কমে গেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন, গোবিন্দনগর ফাজিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল ও সমাজসেবী অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধানগর মুহাম্মাদীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির আহবায়ক মাস্টার আব্দুল বাছিত, সুপার মাওলানা শামসুল কবির মিসবাহ চৌধুরী, শালিস ব্যক্তিত্ব আব্দুস সোবহান, রাজনীতিবিদ আতাউর রহমান এমরান, মাওলানা আকবর আলী ও মাওলানা মখছুছুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন লেখক বেলাল আহমদ চৌধুরী।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর