১৯ বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ ও অন্যান্য পণ্য আটক

No Image Available
  • আপডেট টাইম : July 22 2025, 14:27
  • 6 বার পঠিত
১৯ বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার ভারতীয় গরু-মহিষ ও অন্যান্য পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ টাকার ভারতীয় গরু, মহিষ ও অন্যান্য পণ্য আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই/৬ শ্রাবণ) জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল গুয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় মহিষ ও ১৫টি গরু আটক করা হয়। আটককৃত মহিষ ও গরুর সিজারমূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়াও একই দিন সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫টি গরু, ৬ হাজার ৫০০ পিস সুপারি ও ২৫০ কেজি চিনি আটক করতে সক্ষম হয়।
আটককৃত গরু ও অন্যান্য মালামালের সিজারমূল্য ৫ লাখ ২০ হাজার টাকা।

এই ক্যাটাগরীর আরো খবর