নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের ধোপাগুল থেকে ১ হাজার ৪৬০ বোতল বিদেশী মদ সহ ৫ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল সোমবার (২১ জুলাই) আনুমানিক রাত সোয়া ২টায় এসএমপি, সিলেট মহানগরীর উপকণ্ঠে ধোপাগুল পয়েন্টে সিলেট-কোম্পনীগঞ্জ মহাসড়কে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে।
এ সময় র্যাব সদস্যরা সিলেটমুখী একটি সাদা রঙের প্রাইভেটকার ও একটি সাদা রঙের পাজারো জিপকে থামানোর সংকেত দিলে গাড়ি দুটি থামিয়ে তাতে থাকা ৫ ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। তবে পালাতে ব্যর্থ হয়।
পরে র্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে পাজারো জিপ থেকে ছোটো ছোটো প্লাস্টিকের ব্যাগের ভিতর বিশেষভাবে রক্ষিত অবস্থায় এই বিদেশী মদ উদ্ধার, উল্লেখিত ব্যক্তিদেরকে গ্রেফতার ও গাড়ি দুটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো আমজাদ হোসেন (৩৬, পিতা মৃত আব্দুল গনি শেখ, গোপীনাথখিলা, পূর্বধলা, নেত্রকোনা), মো মুন্না (২৩, পিতা রেজাউল করিম, তিনদহ পূর্বপাড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা), মো সজিব (২৩, পিতা আব্দুর রাজ্জাক, শাখারীয়া, আমতলী, বরগুনা), রিপন (৩৩, পিতা মো পান্নু মিয়া, হরিণধরা, সাভার, ঢাকা) ও মো রুবেল (২৩), পিতা মো দেলোয়ার হোসেন, আঙ্গুল কাটা, আমতলী, বরগুনা)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।